Menu
ঢাকা: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস উইং থেকে জানানো হয়, ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান।
সফরকালে, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, প্রধান উপদেষ্টার সাথে থাকাকালীন প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে রমজান সংহতি ইফতার ভাগাভাগি করার জন্য রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
গুতেরেস জাতীয় ঐক্যমত্য নির্মাণ কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশী তরুণ এবং সুশীল সমাজের সদস্যদের সাথে গোলটেবিল আলোচনায়ও যোগ দেন।
গত বৃহস্পতিবার বিকেলে চার দিনের সফরে জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসেন।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT