• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০

ঈদের ছুটি কতদিন হচ্ছে, জানা যাবে আজ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২০, ২০২৫, ১০:৪০ এএম
ঈদের ছুটি কতদিন হচ্ছে, জানা যাবে আজ

ঢাকা: পবিত্র ঈদ-উল ফিতরে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা নয় দিন ছুটি ভোগ করতে পারেন। আগামী ৩ এপ্রিল ছুটি ঘোষণা করা হলে এই ছুটি পাবেন তারা।

সেজন্য অপেক্ষা করতে হবে। কারণ, ৩ এপ্রিলের ছুটির প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে বৃহস্পতিবার।
চলতি বছরে দুই ঈদে পাঁচ দিন করে ছুটি ঘোষণা করেছে সরকার। ঈদের আগে পরে পাঁচ দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ-উল ফিতর হতে পারে ৩১ মার্চ। সে হিসেবে ২৯ মার্চ থেকে ছুটি শুরু হবে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির পর শবে কদরের ছুটি। এরপর দুই দিন সাপ্তাহিক ছুটি। ফলে ২৬ মার্চ থেকে ২ এপ্রিল ঈদের ছুটির পর ৩ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি। এই ৩ এপ্রিল ছুটি পেলে টানা ৯ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।  

মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ৩ এপ্রিল ছুটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেলে টানা নয় দিন ছুটি মিলবে।

এম

Wordbridge School
Link copied!