• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২২, ২০২৫, ১০:৫৫ এএম
আজ প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন

ঢাকা: গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে আজ (শনিবার) দুপুরে প্রতিবেদন জমা দেবে। শুক্রবার (২১ মার্চ) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এতথ্য জানান। 

তিনি জানান, শনিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। মিডিয়া সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর দুপুর ১টায় যমুনার বাইরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন রোববার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আসন্ন বিনিয়োগ সম্মেলন নিয়ে আলাদা একটি প্রেস ব্রিফিং করবেন।

এম

Wordbridge School
Link copied!