Menu
ঢাকা: আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে সাধারণ ছাত্র-জনতা। শনিবার (২২ মার্চ) বিকেলে ৩টার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়।
এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে দফা এক, দাবি এক, লীগ নট কাম ব্যাক স্লোগান দিতে দেখা যায়।
এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই। এর মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (২২ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তারা এই আল্টিমেটাম দেন।
কর্মসূচি অনুযায়ী, এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শহীদ মিনারে জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য ও আহতরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে৷
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT