Menu
ঢাকা: সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার বিকেএসপিতে চলমান ম্যাচ চলাকালীন অসুস্থতার খবরের পরই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়।
এ ব্যাপারে প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে।
নিজাম উদ্দিন জানান, অসুস্থতা অনুভবের পর তামিম ইকবালকে দ্রুত সাভারের একটি হাসপাতালে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তার এনজিওগ্রাম করা হয়। বিসিবি নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি জানান, তামিমের চিকিৎসা সংক্রান্ত সব আপডেট নিয়মিতভাবে প্রধান উপদেষ্টাকে জানানো হচ্ছে।
উল্লেখ্য, সোমবার বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নেওয়া হয়।
তামিম ইকবাল বাংলাদেশের জার্সিতে খেলেছেন ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ। দীর্ঘ ও সফল ক্যারিয়ারে তিনি জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন বিভিন্ন সময়।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT