• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

২৪ দিনে রেমিট্যান্সে নতুন রেকর্ড 


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৫, ০৪:৪৯ পিএম
২৪ দিনে রেমিট্যান্সে নতুন রেকর্ড 

ঢাকা: চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ডলার, যা একক মাসের হিসাবে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। 

রেমিট্যান্সের এই উচ্চ প্রবৃদ্ধির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে।   

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে ১১ কোটি ৪৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগামী সাত দিন একই হারে রেমিট্যান্স এলে মাস শেষে এই আয় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা এক মাসে প্রবাসী আয়ের দিক থেকে নতুন রেকর্ড হবে।  

গত বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৪ সালের মার্চ মাসের প্রথম ২৪ দিনে দেশে এসেছিল ১৫৫ কোটি ডলার, এবং পুরো মাসে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ডলারের কম। ফলে এবারের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।  

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দিন শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২০ দশমিক ০৯ বিলিয়ন ডলারে।  

এর আগে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় পরিশোধের জন্য ১৭৫ কোটি ডলার পরিশোধের পর ৯ মার্চ দেশের রিজার্ভ কমে ১৯ দশমিক ৭০ বিলিয়ন ডলারে নেমে আসে। পরিশোধের আগে এই রিজার্ভ ২১ দশমিক ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।  

এদিকে, দেশের মুদ্রাবাজারে ডলারের দাম ১২২ টাকায় স্থিতিশীল অবস্থায় রয়েছে, যা সাম্প্রতিক সময়ের তুলনায় একটি ভারসাম্যপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দেয়।
 
এআর

Wordbridge School
Link copied!