• ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

আ. লীগ আমলে বিরোধীমতের মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১, ২০২৫, ০৯:২৭ পিএম
আ. লীগ আমলে বিরোধীমতের মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো

ঢাকা : বিগত সরকারের আমলে বিরোধী মতের মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। অনেককে গুম করে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কাউকে কাউকে ভারতের জেলেও পাওয়া গেছে।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সাথে ঈদ শুভেচ্ছে বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  গুম ও খুন একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল। গুমের সঠিক কোনো হিসেব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামায়াতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এক লাখের বেশিও নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন। তারা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না।

এমটিআই

Wordbridge School
Link copied!