Menu
ঢাকা : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক।
শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুরের পর ব্যাংককের সাংগ্রিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে ২০১৫ সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের একটি স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র উপহার দেন অধ্যাপক ইউনূস। সেই অনুষ্ঠানে মোদির হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেছিলেন তিনি। আজকের উপহার হিসেবে সেই ছবিটিই তুলে দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর হাতে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদির সঙ্গে এটি অধ্যাপক ইউনূসের প্রথম বৈঠক। চলমান রাজনৈতিক টানাপোড়েন ও গত ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-দিল্লি সম্পর্কে কিছুটা জটিলতা দেখা দিলেও এই বৈঠকে উভয় নেতার মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।
এর আগের দিন, গতকাল বৃহস্পতিবার বিমসটেক নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে একই টেবিলে বসেন দুই নেতা। সেখানে তারা কুশল বিনিময় করেন। এই আয়োজনটি করে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা।
উল্লেখ্য, বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান অধ্যাপক ইউনূস। এবারের সম্মেলনে বাংলাদেশ গ্রহণ করতে যাচ্ছে সংগঠনটির পরবর্তী সভাপতির দায়িত্ব।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT