• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১
সারা দেশে বিশেষ অভিযান

২৮৯ মামলা, জরিমানা পৌনে ৭ লাখ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৫, ২০২৫, ১২:০৬ পিএম
২৮৯ মামলা, জরিমানা পৌনে ৭ লাখ

ঢাকা : ঈদুল ফিতরের ছুটিতে ও ফিরতি ঈদযাত্রায় সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে ওভার স্পিডে গাড়ি চালানোসহ বাড়তি ভাড়া নেওয়া বন্ধে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

হাইওয়ে পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে ২৮৯টি মামলা ও পৌনে ৭ লাখ টাকা জরিমানা করে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বিআরটিএ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শক ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে সারা দেশে বিআরটিএর মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত গতি (ওভার স্পিড), হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালানো, মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন ইত্যাদিসহ অন্যান্য আইন অমান্যের কারণে মোট ২৮৯টি মামলা এবং ৬ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!