Menu
ঢাকা : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষ্যে কোনো নিরাপত্তা ঝুঁকি ও ঘাটতি নেই । নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।
তিনি বলেন, সারাদেশে আনন্দের সাথে পহেলা বৈশাখ উদযাপিত হবে। এলাকাভিত্তিক ঝুঁকি বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজার ঘটনার প্রতিবাদে কিছু জায়গায় লুটপাট ও ভাঙচুরের ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, এ ধরনের কর্মকাণ্ড উচিত হয়নি। এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সরকার সতর্ক থাকবে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT