• ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২
বলছে ফায়ার সার্ভিস

চারুকলায় নববর্ষের মোটিফে আগুন লাগা রহস্যজনক


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১২, ২০২৫, ০১:১২ পিএম
চারুকলায় নববর্ষের মোটিফে আগুন লাগা রহস্যজনক

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ উপলক্ষে তৈরি করা দুটি মোটিফে আগুন লাগার ঘটনাকে ‘রহস্যজনক’ বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ জানায়, শনিবার (১২ এপ্রিল) ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা বলেন, ‘নববর্ষের শোভাযাত্রার জন্য অনেকগুলো মোটিফ তৈরি হয়েছিল। কিন্তু শুধু দুটি নির্দিষ্ট মোটিফে আগুন লাগার ঘটনা সন্দেহজনক বলেই মনে হচ্ছে।’

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ‘পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে ঘটনা উদ্ঘাটন করা হবে।’

আগুনে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে, আর ‘শান্তির পায়রা’ মোটিফও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশও সে সময় উপস্থিত ছিল।

চারুকলা অনুষদ আজ সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

এমটিআই

Wordbridge School
Link copied!