Menu
ফাইল ছবি
ঢাকা: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে আজ সোমবার (১৪ এপ্রিল) পালিত হচ্ছে বাংলা নববর্ষের প্রথম দিন। তবে এদিনও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে ঢাকার বাতাস। সকাল সাড়ে ৯টায় ১৬০ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় অষ্টম স্থানে রয়েছে শহরটি।
বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে থাকা ইরাকের বাগদাদের স্কোর ২১৪। একই স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৮১ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে চীনের কুয়াংচৌ।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT