• ঢাকা
  • সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০ চৈত্র ১৪৩০

৫০০ তালিকাভুক্ত সন্ত্রাসীকে জড়ো করেছে বিএনপি


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৩০, ২০২০, ০৪:১৫ পিএম
৫০০ তালিকাভুক্ত সন্ত্রাসীকে জড়ো করেছে বিএনপি

ঢাকা: বিএনপি ভোট কেন্দ্রগুলো বহিরাগত সন্ত্রাসীদের দখলে রাখার পাঁয়তারা করছে। পাঁচ শতাধিক তালিকাভুক্ত সন্ত্রাসীকে ঢাকায় জড়ো করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, ঢাকার বাইরে থেকে বহিরাগত দাগি ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসে কেন্দ্রগুলোতে ৫ শতাধিক বহিরাগত রাখার পাঁয়তারা করছে। আমাদের নেতাকর্মীরাও সতর্ক পাহারা রয়েছে। যাতে জনগণ নিশ্চিত ভোট দিতে পারে। কাজ করার মতো আগামী দিনে দক্ষ, যোগ্য ও ভালো প্রার্থী এবং মেধাবী প্রার্থী মনোনয়ন দিয়েছি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!