• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ষড়যন্ত্র এখনো চলছে : কাদের


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২০, ১২:৩৬ পিএম
ষড়যন্ত্র এখনো চলছে : কাদের

ঢাকা : ৭১ এর পরাজিত শক্তির ষড়যন্ত্র দেশে এখনো চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (০৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি। এ রহস্য খুঁজে বের করতে হবে নতুন প্রজন্মের জন্য। ৭১ এর পরাজিত শক্তির ষড়যন্ত্র এখনো চলছে।

এর আগে আওয়ামী লীগের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেতুমন্ত্রী। দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুষ্পস্তবক অর্পণ করেন।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!