• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হেফাজতে ইসলামের কাউন্সিল আজ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২০, ১১:৪৬ এএম
হেফাজতে ইসলামের কাউন্সিল আজ

ঢাকা : নতুন নেতৃত্ব নির্বাচনে আজ হেফাজতে ইসলামের কাউন্সিল, সম্মেলন ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে সংগঠনের দুইপক্ষ।

আল্লামা আহমদ শফীর মৃত্যুর পর কাউন্সিল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সকাল ১০টা থেকে হাটহাজারী মাদ্রাসায় কাউন্সিলের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে। সম্মেলনের সভাপতিত্ব করবেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। ওই সম্মেলনে সারা দেশের হেফাজতের প্রায় সাড়ে তিনশ শীর্ষ নেতা ঠিক করবেন কে হবেন আল্লামা শফির উত্তরসূরি।  

সম্মেলনে হেফাজতের বর্তমান মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী নতুন আমির এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ঢাকা মহানগর কমিটির সভাপতি নূর হোসাইন কাশেমী মহাসচিব হচ্ছেন বলে মনে করছেন নেতৃবৃন্দরা। তবে এ কাউন্সিলে আল্লামা শফিপুত্র হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীসহ আরও কয়েকজনকে আমন্ত্রন জানানো হয়নি।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!