• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিএনপি আবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২০, ০৫:০৩ পিএম
বিএনপি আবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে

ঢাকা: রাজধানীর কয়েকটি বাসে আগুন দেয়ার ঘটনাকে খুবই নেক্কারজনক ও নিন্দনীয় জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, এটি হাস্যকর।

তিনি বলেন, করোনা নিয়ে দেশের মানুষ যখন উদ্বিগ্ন তখন বিএনপি আবার পুরনো খেলায় মেতে উঠেছে, তারা আবার বাস ও মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে পিআইডির সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বাসে আগুন দেয়ার ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের বেশির ভাগই বিএনপির কর্মী। তাছাড়া এ ঘটনা নিয়ে বিএনপি নেতা নিতাই রায় ও বিএনপির একজন নেত্রীর ফোনালাপ ফাঁস হয়েছে।

মন্ত্রী বলেন, যে দল অপরাজনীতি করে তারা জনগণের দল হতে পারে না। কানাডার আদালতও বিএনপিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে।

‘বিএনপিকে অনুরোধ করব, অপরাজনীতি থেকে বের হয়ে আসুন। অপরাজনীতি অব্যাহত রাখলে আপনারা নিজেরা নিজেরাই নিঃস্ব হয়ে যাবেন,’ বলেন হাছান মাহমুদ।

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে আলেমদের প্রতিবাদের বিষয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলছে তারা ক্ষুদ্র একটি অংশ। তারা ভাস্কর্য আর মূর্তির পার্থক্য বুঝে না। এ নিয়ে অপরাজনীতির চেষ্টা করা হলে জনগণ প্রতিহত করবে।

‘ইরান, তুরস্কসহ বিভিন্ন দেশে এরকম ভাস্কর্য আছে, ভাস্কর্য আর মূর্তি এক না, তাদের বুঝার ভুল আছে,’ বলেন তথ্যমন্ত্রী।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!