• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সংবাদ সম্মেলন ডেকেছেন মেজর হাফিজ 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০২০, ০৪:৩৪ পিএম
সংবাদ সম্মেলন ডেকেছেন মেজর হাফিজ 

ফাইল ছবি

ঢাকা : দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাওয়ার পর সংবাদ সম্মেলন ডাকলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মেজর হাফিজ বলেছেন, শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় রাজধানীর বনানীর বাসায় সংবাদ সম্মেলনে শোকজের বিষয়ে বিস্তারিত কথা বলবেন।

প্রসঙ্গত, সোমবার বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সাংবাদিক শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিএনপি। তাদের দুজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।

মেজর হাফিজকে পাঁচ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!