• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

গভীর রাতে স্বেচ্ছাসেবক লীগে কম্বল বিতরণ 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২১, ১১:২৫ এএম
গভীর রাতে স্বেচ্ছাসেবক লীগে কম্বল বিতরণ 

কম্বল বিতরণ করছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু

ঢাকা : শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের একযুগ ফূর্তি উপলক্ষ্যে বুধবার রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান এলাকায় অসহায় ছিন্নমূল ঘুমন্ত শীতার্ত মানুষ, রিকসাচালক, ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে একঝাঁক নিবেদিত স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

এসময় কম্বল পেয়ে শীতার্ত অসহায় মানুষকে আবেগ আপ্লুত হতে দেখা যায়।

 সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। তার নির্দেশে সেবার ব্রত নিয়ে স্বেচ্ছাসেবক লীগের পথচলা! আজকে ভ্যান চালক, রিকসাচালক, ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এছাড়াও সারাদেশে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান আছে। 

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, গত ৫ জানুয়ারি দিনব্যাপী ময়মনসিংহ মহানগর ও জেলার ৭ টি স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে অংশ নিয়েছেন এবং ৬ জানুয়ারির সূচনালগ্নে শীতার্ত ছিন্নমূল অসহায় ও রিকসাচালক ভ্যানচালক সহ শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণে অংশ নিয়েছেন। এসময় সারাদেশের সকল নেতাকর্মীকে শীতার্ত মানুষের পাশে থাকার আহবান জানিয়েছেন।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে শীঘ্রই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ উত্তরবঙ্গের শীতপ্রবন এলাকায় যাবেন বলেও জানান। এসময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!