• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

হঠাৎ রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০২:৪০ পিএম
হঠাৎ রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিনিধি

ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। 

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কাকরাইল সংলগ্ন কর্ণফুলী গার্ডেন সিটির সামনে থেকে একটি মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে ‘দেশনেত্রীর বিরুদ্ধে পরোয়ানা, মানি না মানবো না‘ সহ বিভিন্ন স্লোগান দেন। সেই সাথে অবিলম্বে আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবি জানান।

মিছিলে আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সহসভাপতি আবুল কালাম আজাদ, নুসরাত এলাহী রিজভী, যুগ্ম সম্পাদক সাদরেজ্জামান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজোওয়ানুল ইসলাম রিয়াজ, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক  মহিউদ্দিন লোবান, কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, উত্তরের যুগ্ম সম্পাদক মুসাব্বির, দফতর সম্পাদক রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক ডাঃ জাহেদুল কবির, কেন্দ্রীয় নেতা মুকুল, আমিনুল ইসলাম মহসিন, জেড আই কামাল প্রমুখ।

সোনালীনিউজ/এএস/এমএএইচ

Wordbridge School
Link copied!