• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচি শুরু হচ্ছে বিভিন্ন দলের


নিজস্ব প্রতিবেদক মার্চ ১, ২০২১, ০৮:৪১ এএম
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্মসূচি শুরু হচ্ছে বিভিন্ন দলের

ঢাকা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন আজ (১ মার্চ) থেকে শুরু করছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপি, জাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন দল আজ বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি উদ্বোধন করবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ২৪ শর্তে বিএনপিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানের অনুমতি দিয়েছে পুলিশ। সোমবার (১ মার্চ) বিকেল ৩টায় গুলশানে হোটেল লেকশোরে উদ্বোধনী অনুষ্ঠান করবে দলটি।

লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপি আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯ দিনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা র‌্যালি শুরুর মধ্য দিয়ে হাসনুল হক ইনুর নেতৃত্বধীন সমাজতান্ত্রিক দল জাসদের কর্মসূচি শুরু হবে। 

জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আগামী ২৬ মার্চ বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও ২০২২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পণ করছে। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির দিন থেকে জাসদের প্রতিষ্ঠার ৫০ বছরে পদার্পণের দিন পর্যন্ত ২০ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে জাসদ। জাসদের এ কর্মসূচির উদ্বোধন হবে সোমবার। এদিন সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পতাকা র‌্যালি বের হবে। পতাকা র‌্যালিতে নেতৃত্ব দেবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। 

তিনি আরও জানান, দেশের সব জেলা-উপজেলায় বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধকালীন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে পতাকা মিছিল করবে জাসদ।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা সৈকত মল্লিক জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী গণসংহতি আন্দোলন, ছাত্র-যুবক-শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ এবং রাষ্ট্রচিন্তা একসঙ্গে কর্মসূচি আয়োজন করবে। সোমবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজনের উদ্বোধন হবে।  

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া জানান, সোমবার শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর আয়োজন শুরু করবে কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নাগরিক কমিটি’। এছাড়া ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভা, ৩ মার্চ স্বাধীনতার ইসতেহার পাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আলোচনা সভা, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে নারী শীর্ষক আলোচনা সভা, ২২ মার্চ মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা, ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও অন্যান্য দিনে বিভাগীয় শহরে আলোচনা সভার কর্মসূচি রয়েছে।

বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখাসহ বিভিন্ন দাবিতে জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এতে পঙ্কজ ভট্টাচার্য, রোকেয়া কবির, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ অংশ নেবেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল চলতি মার্চে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন হাতে নিয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সুবর্ণজয়ন্তী উপলক্ষে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে বিশেষ কমিটি হয়েছে। তবে ১ মার্চ কোনও প্রোগ্রামের শিডিউল নেই।

ইসলামী গণতান্ত্রিক পাটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১৭ মার্চ বছরব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন তারা।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!