• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

প্রেস ক্লাবে ঢুকতে দেয়নি বিএনপি কর্মীদের


নিজস্ব প্রতিবেদক  মার্চ ২৯, ২০২১, ১২:৪৬ পিএম
প্রেস ক্লাবে ঢুকতে দেয়নি বিএনপি কর্মীদের

ঢাকা : ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে নিহত ও আহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় জাতীয় প্রেসক্লাবের সব কটি ফটক বন্ধ ছিল।তবে সাংবাদিক ও বিএনপির শীর্ষ নেতা ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি।    

সোমবার (২৯ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হয়ে সমাবেশ শুরু করে।

এর আগে মহানগরীর বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবে আসছেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, দলটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন এ সময় উপস্থিত হয়েছেন।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!