• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বুধবার থেকে ২ সপ্তাহ গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বেশি


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২১, ০৫:৩০ পিএম
বুধবার থেকে ২ সপ্তাহ গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বেশি

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারা দেশে আওয়ামী লীগের সব কার্যক্রম ঘরোয়াভাবে করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০ মার্চ) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

এসময়, সবাইকে সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় অর্ধেক জনবল দ্বারা পরিচালনা এবং উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করুন।’

এদিকে, বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলেও জানিয়েছেন ওবায়দুল কাদের। 

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!