• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

প্রধানমন্ত্রীর সাবেক পিও’র মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক


নিজস্ব প্রতিবেদক মার্চ ৩০, ২০২১, ০৯:০৬ পিএম
প্রধানমন্ত্রীর সাবেক পিও’র মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের ব্যবস্থাপক মো. শাহজাহানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়সে মো. শাহজাহান শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মো. শাহজাহান স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। সূত্র-বাসস

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!