• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

করোনা পরীক্ষার নমুনা দেননি খালেদা জিয়া


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১০, ২০২১, ০৫:৫৯ পিএম
করোনা পরীক্ষার নমুনা দেননি খালেদা জিয়া

ফাইল ছবি

ঢাকা: দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে বলে জানানো হলেও পরক্ষণেই আবার তিনি নমুনা দেননি বলে উল্লেখ করা হয়।  

শনিবার (১০ এপ্রিল) বিকাল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়া নমুনা দেন।

পরবর্তীতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে বিএনপি।

খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুনের বরাত দিয়ে তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, আমি ডাক্তার মামুনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে গিয়েছিলেন। করোনা পরীক্ষার জন্য তারা ম্যাডামের নমুনা নেননি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগ্নে ডা. মামুন বলেন, ফিরোজায় ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ ও তিনি খালেদা জিয়ার ডায়াবেটিস পরীক্ষা করেছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!