• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

খালেদা জিয়ার করোনা আক্রান্তের বিষয়ে যা বলছে বিএনপি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১১, ২০২১, ০১:৩০ পিএম
খালেদা জিয়ার করোনা আক্রান্তের বিষয়ে যা বলছে বিএনপি

ফাইল ছবি

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে বিষয়টিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন দলটির নেতাকর্মী ও চিকিৎসকরা।

আইসিডিডিআর,বি ল্যাবরেটরিতে ১০ই এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা জমা হয়। এরপর আরটি পিসিআর পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা করা হয়। ১১ এপ্রিল প্রকাশিত রিপোর্টে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট ‘পজিটিভ’ আসে।

রোববার (১১ এপ্রিল) খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট  নিয়ে গণমাধ্যমে এমন তথ্য প্রচার করা হয়েছে।

তবে গণমাধ্যমে প্রচারিত এ তথ্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর জানিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সোনালীনিউজকে জানান, “ম্যাডামের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তার করোনা টেস্ট করানো হয়নি। এটা নিয়ে গণমধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।”

একই সুরে তাল মিলিয়ে খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ডা. মামুন বলেন, “ম্যাডামের নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে আমরা তার ব্লাডের সেম্পল নিয়েছি। করোনার বিষয়টি বিভ্রান্তিকর।”

খালেদা জিয়া করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন কোন তথ্য জানেন না তার ব্যাক্তিগত চিকিৎসক টিমের সদস্য বেসরকারি ল্যাবএইড হাসপাতালের টেকনোলজিস্ট মো. সবুজও।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!