• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হেফাজতের সহকারি মহাসচিব মাওলানা আতাউল্লাহ গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২১, ২০২১, ০৮:২১ এএম
হেফাজতের সহকারি মহাসচিব মাওলানা আতাউল্লাহ গ্রেফতার

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে হেফাজতের একাধিক নেতা  গ্রেফতার বিষয়ক তথ্য জানিয়েছেন। হেফাজতের নেতারা জানান, গত প্রায় দুই সপ্তাহ ধরে রাহমানিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মাওলানা আতাউল্লাহ আমীন।

হেফাজত নেতা আতাউল্লাহ আমীনের বিরুদ্ধে ২০১৩ সালের মামলা রয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনীর সূত্রে জানা গেছে।

হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী বলেন, ‘মাওলানা আতাউল্লাহ আমীন রাত ১২.৫৫ মিনিটে গ্রেফতার করা হয়েছে। ডিবি পরিচয় দিয়ে তাকে নিয়েছে।

এ নিয়ে হেফাজতের অন্তত দশজন কেন্দ্রীয় নেতাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, সরকারের সঙ্গে সমঝোতা চেষ্টার অংশ হিসেবে শীর্ষ নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরদিন আতাউল্লাহ আমীনসহ দুই নেতাকে গ্রেফতার করলো আইন-শৃঙ্খলা বাহিনী।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!