• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

এই প্রথম খালেদা জিয়াকে হাসতে দেখেছি


নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০২১, ০৬:৩৪ পিএম
এই প্রথম খালেদা জিয়াকে হাসতে দেখেছি

ঢাকা : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসতে দেখেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে শুক্রবার (২১ মে) ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অসুস্থ হওয়ার পর এই প্রথম নেত্রীকে হাসতে দেখেছি।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল।

১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দুটি পরীক্ষায়ও তিনি করোনা পজিটিভ হন। চতুর্থ পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। প্রায় একমাস ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  তাকে বিদেশ নিয়ে চিকিৎসা দিতে সরকারের কাছে আবেদন করেছিল পরিবার। সরকার সেই আবেদনে সাড়া দেয়নি।

বেআইনিভাবে সাংবাদিক রোজিনাকে জামিন দিতে দেরি করা হচ্ছে : সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন না দেওয়ার বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ‘সম্পূর্ণ বেআইনিভাবে জামিন দিতে দেরি করা হচ্ছে। এই বিচার বিভাগের ওপর আস্থা রাখতে হবে? আওয়ামী লীগ সরকারের কালচারটাই হলো শুধু মামলা করো।’

শুক্রবার (২১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সাংবাদিক রোজিনা ইসলামকে কারাগারে পাঠিয়ে সরকার সাংবাদিকদের শিক্ষা দিতে চায় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘রোজিনাকে কারাগারে প্রেরণ করে সরকার সব সাংবাদিকদের শিক্ষা দিতে চায় যে, বেশি লাফালাফি করা যাবে না। এই দানব সরাতে হবে, দেশকে মাথা তুলে দাঁড়াতে হবে।’

রোজিনা ইসলামকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘রোজিনাকে ধন্যবাদ। কারণ তিনি সাহস নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের দুর্নীতি তুলে ধরেছেন। এ জন্যই রোজিনার প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারের ক্ষোভ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছে। এখন দেশের আমলারাও সরকারি দলের নেতা। তারা প্রকাশ্যেই দেশ চালানোর কথা বলেন, রাজনীতি করেন। আর আওয়ামী লীগ সরকার এই অবস্থা তৈরি করার জন্য দায়ী। তারা আইন, বিচার, শাসন, অর্থনীতি, স্বাস্থ্য- সব খাত ধ্বংস করেছে।’

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে এখন দুইটা দানব আছে-করোনাভাইরাস ও আওয়ামী লীগ সরকার। এই দুইটা মিলে দেশকে ধ্বংস করছে। আওয়ামী লীগ দানব দেশের ৫০ বছরের অর্জন লন্ডভন্ড ও ছিন্নভিন্ন করে দিচ্ছে।

আওয়ামী লীগের উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস উল্লেখ করে তিনি বলেন, ‘স্বাধীনতার পরেই বাকশাল কায়েম করার মধ্য দিয়ে যে গণতন্ত্রের জন্য, যে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেটা ধ্বংস করে বাকশাল গঠন করেছিল।’

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ অনেকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!