• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

রাজনীতিতে যুক্ত হচ্ছে সাম্প্রদায়িকতা : কাদের


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০২১, ০৬:৩২ পিএম
রাজনীতিতে যুক্ত হচ্ছে সাম্প্রদায়িকতা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

ঢাকা : প্রাকৃতিক পরিবেশের মতো ক্রমশ রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৫ জুন) আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি আয়োজিত এক ওয়েববিনারে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রাকৃতিক পরিবেশের মতো ক্রমশ আমাদের রাজনৈতিক পরিবেশ বিষাক্ত হচ্ছে। রাজনীতিতে যুক্ত হচ্ছে সাম্প্রদায়িকতা ও সহিংসতা। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না থাকলে পরিবেশ রক্ষাসহ নানা কাজই করা সম্ভব নয়।

আগামী পাঁচ বছরে দেশের ২২ থেকে ২৪ শতাংশ অঞ্চল গাছপালায় আচ্ছাদিত করা পরিকল্পনা সরকারের রয়েছে জানিয়ে সেতুমন্ত্রী আরও বলেন, দেশের ৮৮টি ছোট নদী, ৩৫২টি খাল পুনঃখননের কাজ চলছে। ইকো সিস্টেম পুনরুদ্ধারের সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

পরিবেশ ও মানুষের মধ্যে নিবিড় যোগসূত্র রয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে আজ মানবসভ্যতা হুমকির সম্মুখীন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!