• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার জন্য আম পাঠিয়েছে পাকিস্তান


নিজস্ব প্রতিনিধি আগস্ট ৩, ২০২১, ০১:১৬ পিএম
খালেদা জিয়ার জন্য আম পাঠিয়েছে পাকিস্তান

ছবি : সংগৃহীত

ঢাকা : বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যও উপহার হিসেবে আম পাঠিয়েছে পাকিস্তান সরকার। 

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসায় পাকিস্তান হাইকমিশন থেকে উপহারের আমের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, গত বছরের মতো এবারও ইমরান খান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গনমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠানো হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

এ বছর বিএনপির পক্ষ থেকেও বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে উপহার হিসেবে আম পাঠানো হয়েছে।  

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!