ঢাকা : কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন আপাতত স্থিতিশীল, ডেটোরেট করেনি। তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি টিকা এক ডোজ নিয়েছেন। আবার দ্বিতীয় ডোজ নেবেন।
গত ১৯ জুলাই শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সে হিসাব আগামী ১৯ আগস্ট তার দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ রয়েছে বলে জানান মির্জা ফখরুল।
দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে মহামারি শুরুর পর গত বছরের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তারপর থেকে তিনি গুলশানের বাসা ফিরোজায় আছেন। সেখানে এ বছরের এপ্রিলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। ৫৪ দিন পর গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুলের এই সংবাদ সম্মেলন হয়।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :