• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে আ. লীগের শোকজ


গাজীপুর প্রতিনিধি অক্টোবর ৩, ২০২১, ০২:০৫ পিএম
গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে আ. লীগের শোকজ

ফাইল ছবি

গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে তার দল। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৩ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। 

তিনি বলেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই শোকজের চিঠি ইস্যু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। দলীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সংগঠণের শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

এছাড়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককেও শোকজ দেয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত বিতর্কিত মন্তব্য করেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম।

পরে একটি ভিডিওবার্তায় মেয়র দাবি করেন, ফেসবুকে ভিডিও সুপার এডিট করে তাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। তিনি ইতোমধ্যে তার আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। তিনি ওই ভিডিওটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!