• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবির সমাবেশে হাতাহাতি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২১, ০১:০৭ পিএম
খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবির সমাবেশে হাতাহাতি

ছবি : সমাবেশে হাতাহাতি

ঢাকা :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে গণ্ডগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বিক্ষোভ সমাবেশে থাকা দলটির নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

রোববার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি নেতাদের হস্তক্ষেপে শৃঙ্খলা ফিরে আসলে সভার অন্য বক্তারা বক্তব্য দেন।

এ সময় নেতারা বলেন, কোনো বহিরাগত যেন উসকানি দিয়ে সভা পন্ড করতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৯টা থেকে স্বেচ্ছাসেবকদলের কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

সোনালীনিউজ/এমএস

Wordbridge School
Link copied!