• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শাস্তি মুরাদের প্রাপ্য: তারানা হালিম


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০২১, ১২:৫১ এএম
শাস্তি মুরাদের প্রাপ্য: তারানা হালিম

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে মন্তব্যের পর একটি কল রেকর্ড ফাঁসের ঘটনায় সোমবার(৬ ডিসেম্বর) দিনভর আলোচনায় ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

এ ঘটনায় সমালোচনার মুখে সোমবার (৬ ডিসেম্বর) রাতে প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।

সেখানে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ডা. মুরাদ হাসানের উদ্দেশ্যে লিখেছেন, ‘শাস্তি আপনার প্রাপ্য।’

তারানা হালিম ওই পোস্টে লিখেছেন, ‘আমরা যারা দলকে ভালোবাসি তারা জানি এই সিদ্ধান্ত নেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কঠিন, কঠোর হতে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যার কাছ থেকে এটাই আশা করি আমরা। ভবিষ্যতে সব লুটেরা, ঘুষখোর, লম্পটদের বিরুদ্ধে আপনার এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকুক। এই দৃষ্টান্ত যেন সকলের জন্য শিক্ষার কারণ হয়।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!