• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

খালেদাকে বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত দিয়েছেন আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২১, ০৩:৫০ পিএম
খালেদাকে বিদেশে চিকিৎসার বিষয়ে মতামত দিয়েছেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে এই আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

তবে মতামতে কী আছে, তা জানাননি আইনমন্ত্রী। এটি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত যাবে, তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাননি তিনি।

সোমবার (২৭ ডিসেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় তার পরিবার।

তবে নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা হয়েছে, তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। তবে দেশের ভেতরে যেকোনও হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারবেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!