• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
রাষ্ট্রপতির সংলাপ

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে যাচ্ছে আ.লীগ


নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ১৬, ২০২২, ০৩:৫৩ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে যাচ্ছে আ.লীগ

ফাইল ছবি

ঢাকা : নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ সংলাপে অংশ নিতে যাচ্ছে দেশের প্রবীণ রাজনৈতিক দল আওয়ামী লীগ।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির ওই সংলাপে অংশ নেবেন দলের ১০ সদস্য।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, সোমবার বিকেল ৪টায় বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করবে।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!