• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আ. লীগের তিন সহযোগী সংগঠনের সম্মেলনের সিদ্ধান্ত


নিজস্ব প্রতিনিধি মে ১০, ২০২২, ০১:২০ পিএম
আ. লীগের তিন সহযোগী সংগঠনের সম্মেলনের সিদ্ধান্ত

ফাইল ছবি

ঢাকা : ছাত্রলীগসহ আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (১০ মে) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। 

এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত সম্পাদকমণ্ডলীর এক সদস্য জানিয়েছেন, সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দলের সভাপতি তারিখ নির্ধারণ করবেন।

তিনি জানান, আওয়ামী লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে। আর ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদকে।

এছাড়াও আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!