• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

অসুস্থ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিনিধি মে ১৬, ২০২২, ১০:২৬ এএম
অসুস্থ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

ঢাকা : সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

রোববার (১৫ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম জানান, সর্দি-জ্বর নিয়ে গত সপ্তাহে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া ওনার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আমাদের চিকিৎসকরা সার্বক্ষণিক ওনাকে দেখাশোনা করছেন। এখন শারীরিক অবস্থা মোটামুটি ভালোর দিকে বলা যায়।

হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন জানতে চাইলে তিনি বলেন, শারীরিক অবস্থা যেহেতু ভালোর দিকে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি হাসপাতাল ছাড়তে পারেন। তবে আর কতোদিন হাসপাতালে থাকতে হবে, সেটি চিকিৎসকরা জানাবেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!