• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, মির্জা ফখরুলের নিন্দা


নিজস্ব প্রতিবেদক মে ২৪, ২০২২, ০১:৪৪ পিএম
ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, মির্জা ফখরুলের নিন্দা

ঢাকা : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে টুস করে পদ্মা নদীতে ফেলে দেয়ার মত কটূক্তির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশের সকল মহানগর ও জেলা সদরে মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ইতিমধ্যে গত সোমবার ঢাকায় সমাবেশ হয়েছে।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচিতে গত সোমবার ছাত্রলীগ হামলা করেছে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে গেলেও তাদের ওপর হামলা করেছে ছাত্রলীগ।

তিনি এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!