• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা উপড়ে ফেলবে সাম্প্রদায়িক চেতনা’


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০২২, ০১:১৫ পিএম
‘জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা উপড়ে ফেলবে সাম্প্রদায়িক চেতনা’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

ঢাকা : সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা সামনে রেখে শেখ হাসিনার নেতৃত্বে উপড়ে ফেলা হবে সাম্প্রদায়িকতার শেকড়।

বুধবার (২৫ মে) জাতীয় কবির ১২৩ তম জন্মবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও। এছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন কবি পরিবারের সদস্যরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। বুধবার ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নজরুল সমাধিসৌধে শ্রদ্ধা জানান আরো অনেকেই। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও।

জন্মদিন উদযাপনে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!