• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আ.লীগ নেতা মুকুল বোস মারা গেছেন


নিজস্ব প্রতিনিধি জুলাই ২, ২০২২, ০৯:৫২ এএম
আ.লীগ নেতা মুকুল বোস মারা গেছেন

ফাইল ছবি

ঢাকা : না ফেরার দেশে চলে গেলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস (৬৮)। শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুকুল বোস স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মুকুল বোসের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিডনি জটিলতাসহ হৃদ্‌রোগে আক্রান্ত ছিলেন মুকুল বোস।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মুকুল বোসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের ১৭তম জাতীয় সম্মেলনে সৈয়দ আশরাফুল ইসলাম এবং ওবায়দুল কাদেরের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য পদ পান মকুল বোস।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!