• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বরিশাল বিএনপিতে পদত্যাগের হিড়িক


বরিশাল প্রতিনিধি জুলাই ৯, ২০২২, ০৪:৪০ পিএম
বরিশাল বিএনপিতে পদত্যাগের হিড়িক

বিএনপির পতাকা। ছবি: সংগৃহীত

বরিশাল : বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে আরো চার সদস্য পদত্যাগ করেছেন।

শুক্রবার (৮ জুলাই) দলটির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে  পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

নতুন করে পদত্যাগ করা ৪ জন হলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক এইচ এম আসাদুজ্জামান ওরফে বাদশা, উজিরপুর পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইদ্রিছ বালী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান। তারা প্রত্যেকেই দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

নতুন কমিটি গঠনের লক্ষ্যে সম্প্রতি বানারীপাড়া-উজিরপুর উপজেলার সব পর্যায়ের কমিটি ভেঙে দেন জেলা কমিটির আহ্বায়ক মজিবুর রহমান। এতে ক্ষুব্ধ হন এস সরফুদ্দিন আহমেদ ও তার অনুসারীরা। মূলত এ জন্যই দুই উপজেলার বিএনপি নেতারা জেলা কমিটি থেকে পদত্যাগ করছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!