• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

স্বজনদের সঙ্গে খালেদার ঈদ


নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০২২, ১১:২৯ পিএম
স্বজনদের সঙ্গে খালেদার ঈদ

ঢাকা : গুলশানের বাসভবন ফিরোজায় ঈদের দিন কাটাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ধর্মীয় বিশেষ এই দিনে তার সঙ্গে থাকছেন বোন সেলিনা ইসলাম ও নাতনি জাহিয়া রহমানসহ নিকট আত্মীয়রা। গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।

এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারাও খালেদার সঙ্গে দেখা করবেন।

জানা গেছে, ফিরোজায় কোরবানি দেওয়ার জন্য একটি গরু ও দুটি খাসি কেনা হয়েছে। ঈদের দিন পশুগুলো জবাইয়ের পর ঢাকার কয়েকটি এতিমখানায় মাংস পাঠিয়ে দেওয়া হবে। একটি অংশ বিএনপি অফিসের স্টাফরা নেবেন।

খাসির মাংসের কিছু অংশ খালেদা জিয়ার গুলশানের বাসভবন বাবুর্চিরা রান্না করবেন। সেই খাবারের অংশবিশেষ খালেদা জিয়া খেতে পারেন।

গত রোজার ঈদে খালেদা জিয়ার পাশে তার ছোট ভাই শামীম এস্কান্দার ছিলেন। কিন্তু এবার তিনি দেশে নেই।

তিন বোন দুই ভাইয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। বড় বোন খুরশিদ জাহান হক ও ছোট ভাই সাঈদ এস্কান্দার মারা গেছেন।

খালেদার দুই ছেলের মাঝে আরাফাত রহমান মারা গেছেন। বড় ছেলে তারেক রহমান লন্ডনকে ঈদ করছেন।

গত রমজান ঈদেও খালেদা জিয়া গুলশানের বাসায় ছিলেন। ওই সময়ে কয়েকজন নিকট আত্মীয়ের সঙ্গে তিনি সময় কাটিয়েছেন। তবে গত কোরবানির ঈদে এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

দুর্নীতি মামলায় দণ্ডিত এই সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্ত আছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!