• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আ.লীগ মাঠে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১২, ২০২২, ০৭:২৬ পিএম
আ.লীগ মাঠে নামলে বিএনপি অলিগলিও খুঁজে পাবে না

ঢাকা : বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেছেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না।

ওবায়দুল কাদের শুক্রবার (১২ আগস্ট) সকালে তার রাজধানীর বাসভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। 

ঢাকায় বৃহস্পতিবারের জনসভায় বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজপথ কার পৈতৃক সম্পত্তি নয়, রাজপথ জনগণের সম্পদ, কাজেই অতীতের মতো আবারও যদি রাজপথ দখলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তা হলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!