• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ফের হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে


নিজস্ব প্রতিনিধি আগস্ট ২৮, ২০২২, ১১:০৭ এএম
ফের হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

ফাইল ছবি

ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য আবারও হাসপাতালে নেওয়া হবে। রোববার (২৮ আগস্ট ) সন্ধ্যায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য ম্যাডামকে সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়াকে গত (২২ আগস্ট) সোমবার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল। সেদিন তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে বেগম খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে আজ আবার তাকে হাসপাতালে নেয়া হবে।

এরও আগে গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট’ বসানো হয়েছিল।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজার রায় আসে।

 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!