• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জাপানের রাষ্ট্রদূত নাওকির সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২২, ১১:১৯ এএম
জাপানের রাষ্ট্রদূত নাওকির সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ফাইল ছবি

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন নেতা ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকির সঙ্গে বৈঠকে বসেছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করতে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সকাল ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সদস্য শ্যামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!