• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

খালেদা জিয়াকে নিয়ে এবার স্প্যানিশ শিল্পীর গান


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২২, ১২:১৭ পিএম
খালেদা জিয়াকে নিয়ে এবার স্প্যানিশ শিল্পীর গান

ঢাকা : খালেদা জিয়াকে নিয়ে এবার গান গেয়েছেন এক স্প্যানিশ শিল্পী।

খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে স্প্যানিশ সঙ্গীত শিল্পী অলিভিয়া রোস গানের মাধ্যমে বাংলাদেশের জনগণকে খালেদা জিয়ার মুক্তির জন্য সোচ্চার হতে আহবান জানিয়েছেন।

এর আগেও খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে বেশ কয়েকজন আন্তর্জাতিক শিল্পী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য গান গেয়েছেন। খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জন্য গান গেয়েছেন পোলান্ডের সঙ্গীত শিল্পী নাটালিয়া, অস্ট্রেলিয়ান শিল্পী এড্রিনাসহ বেশ কয়েকজন বিদেশি শিল্পী।

এই বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সেবা নিতে বিদেশ যাত্রার আবেদন প্রত্যাখ্যাত করা সম্পূর্ণ বেআইনি।

আন্তর্জাতিক শিল্পীরা খালেদা জিয়ার জন্য গান গেয়ে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!