• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নতুন ৩ মুখ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২, ২০২৩, ১২:৩১ পিএম
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে নতুন ৩ মুখ

ঢাকা : ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওইদিনই সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমন্ডলীর সদস্য এবং উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল।

রোববার (১ জানুয়ারি) নতুন করে তিন নারীর নাম যুক্ত করা হয়েছে। তারা হলেন অধ্যাপক ফারজানা ইসলাম, অধ্যাপক সাদেকা হালিম  ও মাজেদা রফিকুন্নেছা।

এর মধ্যে সাদেকা হালিম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন। এর আগে তিনি তথ্য কমিশনার ছিলেন।

ফারজানা ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তার সময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে সমালোচনা হয়। তবে ফারজানা বরাবরই অনিয়মের নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।
 
মাজেদা রফিকুন্নেছা ফিলিপাইনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন। নিজ পরিবারের তিন সদস্যকে দূতাবাসে নিয়োগ দিয়ে সমালোচনার জন্ম দেন মাজেদা রফিকুন্নেছা। তার বিরুদ্ধে অতিরিক্ত ভিসা ফি আদায়ের অভিযোগও উঠেছিল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!