• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২৫ ফেব্রুয়ারি জেলায় জেলায় পদযাত্রা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৮:১০ পিএম
২৫ ফেব্রুয়ারি জেলায় জেলায় পদযাত্রা

ঢাকা : বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দমণ-নিপীড়নের প্রতিবাদে, খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার দেশের সকল জেলায় পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপিসহ সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলো।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।

এতে আরও বলা হয়, দেশব্যাপী মহানগর পদযাত্রায় নেতৃত্বদানকারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবগণ স্ব স্ব পদযাত্রা কর্মসূচি থেকে উপরি-উক্ত কর্মসূচি ঘোষণা করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!