• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মান্না


নিজস্ব প্রতিবেদক মে ৯, ২০২৩, ১১:৫৬ এএম
খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মান্না

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

সোমবার (৮ মে) রাত সোয়া ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন মান্না। সাড়ে ৯টার দিকে বের হন তিনি।

নাগরিক ঐক্যসহ কয়েকটি দল নিয়ে গড়ে ওঠা গণতন্ত্র মঞ্চ শুরু থেকে বিএনপির সঙ্গে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত রয়েছে। ঈদের পর আন্দোলন আরো বেগবান করতে শিগগির নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা বলে আসছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ।

তবে শনিবার গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় গণ অধিকার পরিষদ। আন্দোলনকে বাধাগ্রস্ত করতে এর পেছনে সরকারের ইন্ধন রয়েছে বলে সন্দেহ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। এমন প্রেক্ষাপটে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।

ঈদের পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করেন। এরপর চিকিৎসার প্রয়োজনে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্চেপতিবার ফের ফিরোজায় ফেরেন তিনি। এরপর সোমবার রাতে তার সঙ্গে দেখা করলেন মান্না।

তব এ বিষয়ে মান্না সাংবাদিকদের কিছু বলেননি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!