• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফারুকের আসনে প্রার্থী হচ্ছেন হিরো আলম


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০২৩, ০১:৫৭ পিএম
ফারুকের আসনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

ঢাকা : বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে ওই দুইটি আসনেই হেরে গেছেন তিনি।

এবার নতুন করে নির্বাচনে নামছেন আলম। নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেবেন তিনি।

সোমবার (৫ জুন) এবিষয়ে গণমাধ্যমে হিরো আলম বলেন, আজ দুপুর ৩টায় নির্বাচন কমিশন থেকে ফর্ম নেবো।

তিনি বলেন, অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!